Home করোনা আপডেট বন্দর হাসপাতালে টিকা কেন্দ্র চালুর অনুরোধ

বন্দর হাসপাতালে টিকা কেন্দ্র চালুর অনুরোধ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম:  চট্টগ্রাম বন্দর হাসপাতালে করোনা ভ্যাকসিন সেন্টার চালুর জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

দেশের অর্থনৈতিক কর্মকান্ড চালু রাখার স্বার্থে ফ্রন্ট লাইনার হিসেবে কর্মকর্তা,কর্মচারী ও পোষ্যদের টিকা দেয়ার সুবিধার জন্য এই অনুরোধ জানিয়ে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব বরাবর পত্র দিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম শাহজাহান।  

এতে উল্লেখ করা হয়,  চট্টগ্রাম বন্দরে ১৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। করোনা মোকাবেলায় হাসপাতালে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড  রয়েছে। প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও টিকাদানকারী সহ কোভিড টিকা কার্যক্রম পরিচালনার জন্য সকল ধরনের সুবিধাদি বন্দর হাসপাতালে বিদ্যমান । বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও পোষ্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কোভিড-১৯ টিকা প্রদানের জন্য চট্টগ্রাম বন্দর হাসপাতালে জরুরী ভিত্তিতে টিকাদান কেন্দ্র স্থাপন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হয় পত্রে।

শনিবার ( ১৩ ফেব্রুয়ারি ) পাঠানো ঐ পত্রে উল্লেখ করা হয়েছে যে দেশের অর্থনীতি সচল রাখতে করোনা ভাইরাসের মহামারীতে বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা রাতদিন শ্রম দিয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে ৬১২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায়  আক্রান্ত হয়েছেন এবং ১৬ জন মৃত্যু মারা গেছেন।