বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার বাদে জোহর চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে বুধবার ১৫ জুলাই ভোরে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ( ৭৯/৮০) ছাত্রদল থেকে ভিপি পদে প্রার্থী ছিলেন। পরবর্তীতে তিনি কাস্টমস-এ চাকরি করেন। সেখান থেকে অবসর নেন ২০১১ সালে।
আজ সকাল ১১ টায় চান্দগঁও আবাসিক এলাকা বি–ব্লক জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে মরদেহ চন্দনাইশে নিয়ে যাওয়া হয়।
আবুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। এক বিবৃতিতে নোমান আবুল কালামের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন আবুল কালামের মৃত্যুতে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।