ভোলা থেকে মহিউদ্দিন: ভোলা চরফ্যাশনে ‘নগদ’একাউন্ট থেকে হাতিয়ে নেয়া পঞ্চাশ হাজার টাকা উদ্ধার হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ৪মে রাত ১১.৪৫ মিনিটের সময় অজ্ঞাতনামা হ্যাকার চরফ্যাশন থানার আছলামপুর ভূইয়ার হাট নামক বাজারের ব্যবসায়ী জনৈক হাজী আহসান মিয়ার ‘নগদ’ একাউন্ট হ্যাক করে পর পর দুইবার ২৫ হাজার টাকা করে সর্বমোট ৫০টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী চরফ্যাশন থানায় ৭ মে ২৪৯নংজিডি লিপিবদ্ধ করলে তথ্য প্রযুক্তি এবং নগদ কাস্টমার কেয়ার এর সহায়তায় গতকাল ১২ মে (বৃহস্পতিবার) চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ হ্যাক হয়ে খোয়া যাওয়া ৫০হাজার টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিক’কে প্রদান করেন। ভুক্তভোগী ব্যবসায়ী ভোলা জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন মিয়া জানান,আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি এবং পুলিশের তথ্য প্রযুক্তির মাধ্যমে তা সফল হয়েছে। ভুক্তভোগীর হ্যাক হওয়া টাকা উদ্ধার করে দিতে পেরে আমি গর্বিত মনে করছি।