Home First Lead চলছে বাস ও ট্রেন, ভাড়া নিয়ে ক্ষোভ

চলছে বাস ও ট্রেন, ভাড়া নিয়ে ক্ষোভ

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: অর্ধেক আসন ফাঁকা রেখে শুরু হয়েছে দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল। তবে বর্ধিত ৬০ শতাংশ ভাড়া নিয়ে অধিকাংশ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

সোমবার (২৪মে) সকাল থেকে গরীবুল্লাহ শাহ, বিআরটিসি, একে খানসহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে।

দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা চাপ ছিলো। বাসে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। নেওয়া হচ্ছে অর্ধেক যাত্রী।

ঢাকাগামী যাত্রী মো. আসিফ। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া নিয়ে ক্ষুব্ধ তিনি। জানতে চাইলে আসিফ বলেন, লকডাউনে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এরমধ্যে বাড়তি ভাড়া আমাদের খরচ বাড়িয়েছে।

এদিকে, সোমবার চট্টগ্রাম রেলস্টেশন থেকে ৭টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এ নিয়ে সবধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার দাস। তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আজ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীদের অনলাইনের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে হবে। কাউন্টারে কোনো টিকেট বিক্রি করা হবে না।

চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে সুবর্ণ এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা), মহানগর গোধূলী (চট্টগ্রাম-ঢাকা), মহানগর প্রভাতী (চট্টগ্রাম-ঢাকা), তূর্ণা এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা), মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর), বিজয় এক্সপ্রেস (চট্টগ্রাম-ময়মনসিংহ) ও পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট)।

এ বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা আরও চার দফা বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়। এবার এই বিধিনিষেধ আরেক দফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হলো। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দূরপাল্লার গণপরিবহণ চালুর ঘোষণা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।