Home তথ্য প্রযুক্তি চলছে ‘মনস্ট্রাস’ গ্যালাক্সি এম৫১ ফোনের প্রি-অর্ডার

চলছে ‘মনস্ট্রাস’ গ্যালাক্সি এম৫১ ফোনের প্রি-অর্ডার

বিজনেসটুডে২৪ ডেস্ক:

 

দেশের বাজারে এম সিরিজের লেটেস্ট এডিশন গ্যালাক্সি এম৫১ নিয়ে এসেছে স্যামসাং। ক্রেতারা ইএমআই সুবিধা সহ Meanest Monster Galaxy M51 ডিভাইসটি ২ ডিসেম্বর পর্যন্ত প্রি-অর্ডার করতে পারবেন।

এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “তরুণ প্রযুক্তিপ্রেমী, বিশেষ করে যারা স্মার্টফোনে স্পিড ও পারফরমেন্সের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন তাদের স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত এক্সপেরিয়েন্স দিতে গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। হেভি স্মার্টফোন-গেমারদের জন্য কিংবা চলার পথে বিশেষ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে গ্যালাক্সি এম৫১ দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে।”
গ্যালাক্সি এম৫১

Galaxy M51 ডিভাইসটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন ১০৮০ বাই ২৪০০।

গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন৭৩০জি অক্টাকোর (ডুয়াল ২.২ গিগাহার্টজ+ হেক্সা ১.৮ গিগাহার্টজ) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড ১০-ভিত্তিক ওয়ান ইউআই ২.১।

ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ডিভাইসটিতে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স্মার্টফোনটির রিয়ার ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরায় ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটিতে ৭,০০০ (non-removable) মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে।

স্মার্টফোনটি Celestial Black, Electric Blue এ দুটি রঙে পাওয়া যাবে। দেশের বাজারে গ্যালাক্সি এম৫১ ডিভাইসটির দাম নির্ধারন করা হয়েছে ৩৫ হাজার ৯৯৯ টাকা। প্রাথমিকভাবে ২,০০০ টাকা জমা দিয়ে ফোনটির প্রি-অর্ডার করা যাবে।

স্যামসাং জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি প্রি-অর্ডারের ক্ষেত্রে ক্রেতারা ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধা পাবেন। যেহেতু শীতের মৌসুম চলে এসেছে, তাই প্রতিটি এম৫১ ডিভাইস প্রি-অর্ডারে ক্রেতারা পাবেন একটি স্টাইলিশ জ্যাকেট। সাথে রবি এবং বাংলালিংক ইউজারদের জন্য থাকছে ডাটা বান্ডেল অফার।