বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মেয়ের জামাতা, নাট্যশিল্পী মুস্তাফিজ শাহীন এই সংবাদ জানিয়েছেন।
মিতা হককে কেরানীগঞ্জের পৈত্রিক বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান শাহীন ।
মুস্তাফিজ শাহীন জানান, ‘মিতা হক ৫ বছর ধরে নিয়মিত ডাইলাইসিস নিয়ে ভালোই ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি কোভিড আক্রান্ত হওয়ায় তাকে ৩১ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।’
মিতা হকের জন্ম ১৯৬২ সালে। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীত শিল্পী।
মিতা হক বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
তিনি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন।
তিনি সুরতীর্থ নামে একটি সঙ্গীত প্রশিক্ষণ দল গঠন করেন যেখানে তিনি পরিচালক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।
মিতা হক এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। তার এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে।
চাচা ওয়াহিদুল হকের কাছেই সংগীত চর্চা শুরু করেন দেশ বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সনজীদা খাতুনের কাছে গান শেখেন।
বিশিষ্ট সংগীতশিল্পী ও শুদ্ধ সংগীত চর্চার অন্যতম পুরোধা মিতা হক এরপর ১৯৭৬ সাল থেকে তবলাবাদক মোহাম্মদ হোসেন খানের কাছে গান শেখা শুরু করেন। ১৯৯০ সালে বিউটি কর্নার থেকে প্রকাশিত হয় মিতা হকের প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আমার মন মানে না’। সংগীতায়োজনে ছিলেন সুজেয় শ্যাম।