Home চা শিল্প চা শ্রমিক দিবসে র‌্যালি সমাবেশ

চা শ্রমিক দিবসে র‌্যালি সমাবেশ

ছবি সংগৃহীত

সিলেট: ২০ মে চা শ্রমিক দিবস এবং ঐতিহাসিক মুল্লুকে চলো আন্দোলনের ১০১ তম বর্ষ উপলক্ষে চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৮ টায় ২০ মে’র শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরবর্তীতে বিকাল ৪ টায় মালিনীছড়া পূজামÐপে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমরেড হৃদেশ মুদি।

চা শ্রমিক নেতা বচন কালুহার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমরেড অপু দাস গুপ্ত, গণতন্ত্রী পার্টির সিলেট জেলার সভাপতি মোঃ আরিফ মিয়া, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক নেতা সন্তোষ বাড়াইক, সন্তোষ নায়েক, রতি লাল নায়েক, মিতা সিং, লাংকাট লোহার, শেলি দাস, হরি সবর, অরুন মুদি, অধির বাউড়ি, সাধনা কালুহার, অশোক সিং, সুফল বাড়াইক, সাহিদুল ইসলাম সুহেল প্রমুখ।

চা শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে ১০১ বছর আগে সংঘটিত ‘মুল্লুকে চলো’ আন্দোলন শোষণ বঞ্চনা নিপীড়নের বিরুদ্ধে চা শ্রমিকদের লড়াই সংগ্রাম গড়ে তোলার চেতনার উৎস। যে শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমাদের পূর্বসূরি চা শ্রমিক নেতৃবৃন্দ লড়াই সংগ্রাম গড়ে তুলেছিলেন কালের পরিক্রমায় সে শোষন নিপীড়ন আজও বিদ্যমান। বৃটিশ এবং পাকিস্তানি শোষণের অবসানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধে চা শ্রমিকরা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও চা শ্রমিকদের উপর শোষণ বঞ্চনা নিপীড়নের অবসান হয়নি। নেতৃবৃন্দ সবাইকে চা শ্রমিকদের রক্তে দিয়ে লেখা ২০ মে’র চেতনাকে ধারণ করে চা শ্রমিক অধিকার আন্দোলন ঘোষিত ১১ দফা দাবীর ভিত্তিতে আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

:সংবাদ বিজ্ঞপ্তি