বিজনেসটুডে২৪ ডেস্ক
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি অতি সঙ্কটজনক।
চিকিৎসায় আর বিশেষ সাড়া দিচ্ছেন না। তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না।
বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, তাঁর মস্তিষ্কের স্নায়ু অচল হয়ে গিয়েছে। শেষ চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে কোনও চিকিৎসাতেই আর সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইউজি রিপোর্টে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কের স্নায়ুর কোনও সচলতা দেখা যাচ্ছে না। গ্লাসগো কোমা সেল অনুযায়ী তাঁর মস্তিষ্কের স্নায়ুর সূচক ৪-এর নীচে নেমে গিয়েছে। তবে ব্রেন ডেথ হয়েছে কিনা সে বিষয়ে এখনও হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি। তাঁর শরীরের রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। সেখানকার ৫ সদস্যের বিশেষজ্ঞ দল তা খতিয়ে দেখছেন বলে খবর।
হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুকে ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। পূর্ণমাত্রায় রয়েছে অক্সিজেন সাপোর্ট। কিন্তু তারপরেও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমছে। কমছে রক্তচাপও। কোনও চিকিৎসা পদ্ধতিতে কাজ হচ্ছে না। কোনও ওষুধের ফল মিলছে না।প্লাজমাফেরেসিস, ডায়ালিসিসেও কোনও ফল মিলছে না। হার্ট, লিভার, কিডনি এবং ফুসফুস মূলত প্রায় কাজ করছে না। পরিস্থিতি চিকিৎসকদের হাতের বাইরে চলে গিয়েছে। কিন্তু তারপরেও একবার শেষ চেষ্টা করছেন তাঁরা।
সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার বিষয়ে গতকালই জানানো হয়েছে তাঁর পরিবারকে। সব শুনে কাঁদতে কাঁদতে হাসপাতাল ছেড়েছেন তাঁর মেয়ে। এদিন সকাল থেকেই ফের হাসপাতালে রয়েছেন তাঁরা। চিকিৎসকরা জানিয়েছেন, একমাত্র কোনও মিরাকলই এই অবস্থা থেকে সুস্থ করে তুলতে পারে প্রবীণ অভিনেতাকে। তবে তার সম্ভাবনাও কম। প্রতি মুহূর্তে আরও খারাপ হচ্ছে অবস্থা। কোভিড এনসেফেলোপ্যাথির জন্যই তাঁর শরীরে কোনও চিকিৎসা কাজ করছে না বলেই জানিয়েছেন চিকিৎসকরা।