দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, ব্র্যাক ব্যাংক লিঃ ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র সহযোগিতায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ এর আওতায় ঋণ গ্রহণে সদস্যদের সহযোগিতা করার লক্ষ্যে একটি হেল্প ডেস্ক চালু করেছে। ২০ আগস্ট বিকেলে একটি ওয়েবিনারের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেম্বার সভাপতি ও বিসিই চেয়ারম্যান মাহবুবুল আলম, চেম্বার পরিচালক ও বিসিই’র ট্রাস্টি বোর্ড সদস্য সৈয়দ মোহাম্মদ তানভীর এবং ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক, বিসিই’র প্রধান নির্বাহী ওয়াসফি তামিম, ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং (ইস্ট) এস এম আলমগীর হোসেন, ট্রান্সফরমেশন এন্ড হেড অব ট্রেড বিজনেস সাজিদ আল হক উপস্থিত ছিলেন।
করোনা বিশ্ব মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতে সহায়তার লক্ষ্যে সরকার ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন যেখানে ৯% সুদে ঋণ প্রদান করা হবে। এই ঋণের বিপরীতে সংশ্লিষ্ট উদ্যোক্তা বা ব্যবসায়ী ৪% এবং সরকার বাকী ৫% সুদ পরিশোধ করবে যা ১ বছরের জন্য বিদ্যমান থাকবে। এই প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করার লক্ষ্যে চিটাগাং চেম্বারে এই হেল্প ডেস্ক চালু করা হয় যেখানে ঋণ প্রাপ্তিতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করা এবং এক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে উন্নতি করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের নিযুক্ত কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। প্রণোদনা প্যাকেজ ছাড়াও সিএমএসএমই অর্থায়নের ক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতা করবে হেল্প ডেস্ক।
উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন- সিএমএসএমই খাতের যেসব ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত শর্তাবলীর আওতায় ঋণ প্রাপ্তিতে যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে যেন অর্থায়ন করা হয়। কেননা, এসব প্রতিষ্ঠান করোনা মহামারীর কারণে অত্যন্ত কঠিন সময় পার করছে। এই ডেস্কের সহায়তায় সংশ্লিষ্ট উদ্যোক্তারা ঋণ প্রাপ্তিতে যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা এবং ঋণ প্রাপ্তির ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ভালভাবে তুলে ধরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্র্যাক ব্যাংকের সৈয়দ আব্দুল মোমেন বলেন-ব্র্যাক ব্যাংক বাংলাদেশের এসএমই অর্থায়নের ক্ষেত্রে শীর্ষে অবস্থানকারী। এই ব্যাংক তাদের সক্ষমতার শতভাগ দিয়ে চেম্বারের সিএমএসএমই খাতের সদস্যদের সহযোগিতা করার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
-সংবাদ বিজ্ঞপ্তি