Home First Lead চিটাগাং চেম্বারসহ সব বাণিজ্য সংগঠনের নির্বাচন স্বাস্থ্যবিধি মেনে হতে বাধা নেই

চিটাগাং চেম্বারসহ সব বাণিজ্য সংগঠনের নির্বাচন স্বাস্থ্যবিধি মেনে হতে বাধা নেই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারসহ যেসব বাণিজ্য সংগঠনের নির্বাচন প্রক্রিয়া চলমান, সেগুলোর ভোট করতে কোন বাধা নেই। তবে, চলমান করোনা পরিস্থিতে সরকারি নির্দেশনা অনুসরণে স্বাস্থ্যবিধি প্রতিপালনে তা করতে হবে।

মঙ্গলবারের স্মারকটির পর বুধবার ( ৭ এপ্রিল ) বাণিজ্য মন্ত্রণালয়ের আর একটি স্মারকে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়: করোনা রোধকল্পে জনসমাগম রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত সকল বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহি পরিষদের নির্বাচন অনুষষ্ঠানের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। যে সকল বাণিজ্য সংগঠন স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক সভা আয়োজন এবং নির্বাচন বোর্ড কর্তৃক ঘোষিত তফসিল মোতাবেক নির্বাচন প্রক্রিয়া চলমান রেখেছে সে সব বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন সম্পন্ন করতে কোন বাধা নেই।

এ সময়ের মধ্যে সরকারি নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্য বিধি প্রতিপালন পূর্বক তাদের সুবিধাজনক সময়ে বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহি পরিষদের নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।

বর্তমানে চিটাগাং চেম্বারের নির্বাচন প্রক্রিয়া চলমান।

আগামী ১০ জুন চিটাগাং চেম্বারের ভোট। চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুন নেওয়াজ সেলিমকে চেয়ারম্যান করে ইলেকশন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অপর দু’জন সদস্য হলেন সরওয়ার হাসান জামিল এবং এবং ওয়াহিদ আলম।

২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ মেয়াদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ২১ মার্চ। আগামী ২ মে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩ মে থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।