বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চিনির দাম বাড়ানো হয়েছে। খোলা চিনির দাম প্রতি কেজিতে ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকােএবং প্যাকেট জাত চিনির দাম প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনের নির্বাহী সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতের এ তথ্য জানানো হয়।
অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর, ডলারের বিনিময় হার এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বেড়েছে। তাই, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম ঠিক করা হয়েছে। এর আগে, ২০২২ সালের ১৭ নভেম্বর খুচরা পর্যায়ে প্যাকেট চিনির দাম কেজিতে ১২ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১০৭ টাকা। আর প্রতি কেজি খোলা চিনির দাম হয়েছিল ১০২ টাকা।