Home First Lead চিনি আমদানিতে শুল্ক হ্রাস, পেঁয়াজে প্রত্যাহার

চিনি আমদানিতে শুল্ক হ্রাস, পেঁয়াজে প্রত্যাহার

চিনিতে হ্রাস, পেঁয়াজে প্রত্যাহার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক হার কমানো হয়েছে। আর পেঁয়াজ আমদানির ওপর প্রযোজ্য শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পেঁয়াজ আমদানিতে শুল্কহার ছিল ৫ শতাংশ।

অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক কমানো হলো। বর্তমানে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ। এটি কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি পর্যায়ে কম হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে। 

বাংলাদেশ ট্যারিফ কমিশন পেঁয়াজ ও চিনির ওপর শুল্ক কমানোর সুপারিশ করেছিল। পেঁয়াজ, চিনি ও ভোজ্য তেলে শুল্ক-কর কমানোর জন্য এনবিআরকে অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়।