Home অন্যান্য চিলমারীতে ১৫ কেজির বিশাল বোয়াল

চিলমারীতে ১৫ কেজির বিশাল বোয়াল

চিলমারীতে ধরা পড়া বোয়াল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রংপুর: ১৫ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ ধরা পড়েছে চিলমারীতে। সেটা বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়।

বৃহস্পতিবার ভোরে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা গ্রামে জেলে খিরুরাম দাসের জালে বিশাল আকৃতির বোয়াল মাছটি ধরা পরে। তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে মাছটি ১৬ হাজার টাকায় বিক্রি করেন। ১৮ হাজার ৬শ’ টাকায় বিক্রি করে দিয়েছেন ধনেশ্বর।

জেলে খিরুরাম দাস বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরের দিকে ব্রহ্মপুত্র নদে  বড় মাছ ধরতে জাল ফেলেন। জাল ফেলার কিছুক্ষণ পরেই বোয়াল মাছটি তার জালে আটকা পড়ে। এত বড় মাছ পেয়ে তিনি ভীষণ খুশি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে মাছটি বেচে দেন।