বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশকে আরও ১ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এতে চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে বাংলাদেশ।
তিনি বলেন, চীনের বাজারে বাংলাদেশি পণ্য আরও ১ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এতে বাংলাদেশ তার রফতানি পণ্যের মোট ৯৯ শতাংশই শুল্ক ছাড়া চীনে রফতানি করতে পারবে। এই সুবিধা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে চীনের সঙ্গে ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এবং সাংস্কৃতিক বিনিময় চুক্তি। চতুর্থ চুক্তিটির বিষয়ে বিস্তারিত লিখিতভাবে জানানো হবে।