Home First Lead চীনের করোনা ভ্যাকসিন প্রথমে পাবে বাংলাদেশ

চীনের করোনা ভ্যাকসিন প্রথমে পাবে বাংলাদেশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চীনে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলে সবার আগে তা  অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে বাংলাদেশে।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢাকা সফররত চীনা চিকিৎসক প্রতিনিধি দলকে বিদায় জানাতে গিয়ে একথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, ‘চীন করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কাজে অগ্রগতিও অনেক। এই ভ্যাকসিন আবিষ্কার হলে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে পাঠাবে বলে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘চীনের আক্রান্ত সময়ে বাংলাদেশ যেভাবে পাশে ছিল, চীন সরকার সেই উদারতার প্রেক্ষিতে বাংলাদেশের জন্য সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেবে।’

এ সময় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেন, করোনা ভ্যাকসিন আবিষ্কার হলে তা সবার আগে বাংলাদেশ পাবে।