Home আন্তর্জাতিক চুরি যাওয়া বিষ্ণু মূর্তি ৪২ বছর পর উদ্ধার

চুরি যাওয়া বিষ্ণু মূর্তি ৪২ বছর পর উদ্ধার

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের তামিলনাড়ু থেকে চুরি যাওয়া মূল্যবান বিষ্ণু মূর্তি ৪২ বছর পর উদ্ধার হলো ব্রিটেন থেকে।

তালিমনাড়ুর ওই মন্দির থেকে মূর্তিগুলি চুরি হওয়ার পথে তা জলপথে চালান করে দেওয়া হয়েছিল লন্ডনে। সেখানে বহুবছর তা হাতবদল হয়েছে। অবশেষে ভারতীয় দূতাবাসের কাছে এই সংক্রান্ত কিছু মূর্তির খবর যায়। তারা লন্ডন পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারপরে এই মূর্তি উদ্ধার হয়। ব্রিটেনে ভারতীয় দূতাবাসের তরফে তা তুলে দেওয়া হয়েছে।

এর আগে ২০১৯ সালে ব্রিটেনের তরফে একটি দ্বাদশ শতকের ভগবান বুদ্ধের ব্রোঞ্জের মূর্তি, একটি সপ্তদশ শতকের কৃষ্ণের মূর্তিও ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতকে। এই সবকটি মূর্তিরই মূল্য অপরিসীম। বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন মন্দির থেকে সেগুলি চুরি করে পাচার করে দেওয়া হয়েছিল বিদেশে।