Home সারাদেশ ১৮ বছর লাপাত্তা পিতাকে অবশেষে ফিরে পেল সন্তানরা

১৮ বছর লাপাত্তা পিতাকে অবশেষে ফিরে পেল সন্তানরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চুয়াডাঙ্গা: ১৮ বছর লাপাত্তা থাকার পর অবশেষে স্ত্রী-সন্তানদের কাছে ফিরে এলেন আজিজুল হক।

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের আজিজুল হকের এখন বয়স ৬২। তিনি যখন লাপাত্তা হয়ে যান তখন বয়স ছিল ৪৪।

আজিজুল হক অভিমান করে বের হয়ে যান। দীর্ঘ ১৮ বছর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনরচর ইউনিয়নের বঙ্গবাজার গ্রামে  বসবাস করতেন।  বাড়ির সাথে কোনো ধরনের যোগাযোগ রাখেননি তিনি।

জানা যায়, আজিজুল হক ২০০৫ সালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও পায়নি। এক সময় তার আশা ছেড়ে দিয়েছিল তারা। সদাবরী গ্রামের জিহাদ হোসেন, জাহিদুল ইসলাম ও সাগরসহ সাত-আটজনের একদল শ্রমিক কাজ করতে ফরিদপুর ও শরীয়তপুরে যান। তখন জনেরহাটে আজিজুল হকের সাথে তাদের দেখা হয়। এরপর তারা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।

আজিজুল হকের ছোট ছেলে আহসান বলেন, ‘আমার চার বছর বয়সে বাবা হারায়। আমার খুব ইচ্ছা ছিল বাবাকে দেখার। বাবাকে ফিরে পেয়ে আমি খুব খুশি, আর হারাতে দিবে না তাকে।’

আজিজুল হকের স্ত্রী রাশেদা বলেন, ‘আমার স্বামী চুয়াডাঙ্গার নাম বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আমি তার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করেছি, সে যেন ফিরে আসেন।’

বড় ছেলে আব্দুল কাদের বলেন, ‘১৮ বছর পর বাবাকে ফিরে পাব তা কখনোই ভাবিনি। মাকে নিয়ে খেয়ে না খেয়ে তিন ভাই অনেক রাত কেঁদে কাটিয়েছি। আজ বাবাকে পেয়ে সব দুঃখ-কষ্ট ভুলে গেছি।’