Home Uncategorized চুয়াডাঙ্গায় ১৮৭ কেন্দ্রে টিকা

চুয়াডাঙ্গায় ১৮৭ কেন্দ্রে টিকা

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা থেকে:  চুয়াডাঙ্গার  বিভিন্ন টিকাদান কেন্দ্রে পরিদর্শন করে দেখা গেছে ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে অনেকে  লম্বা লাইন। গতকয়েদিন ধরে চুয়াডাঙ্গা ব্যাপক প্রচার ও প্রসার এর কারনেই সকাল থেকে মানুষ টিকা নিতে এসেছেন।
সরেজমিনে দেখা যায় চুয়াডাঙ্গা  জেলার সদর হাসপাতালে সকালের দিকে টিকা নিতে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। অনলাইন ব্যাতিত ভোটার আইডি কার্ড দিয়ে সহজেই টিকা দিতে পেরে খুশি অনেকেই।
ওদিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে দেখা যায় লম্বা লাইন ও স্বাস্থ্যবিধি মেনে গনটিকা নিয়েছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে জেলার ১৮৭ টি কেন্দ্রে এক যোগে শুরু হয় গণটিকার কার্যক্রম। যেখানে কাজ করেন ৩ শতাধিক স্বাস্থ্য কর্মী। এছাড়া স্কাউট ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলার দায়িত্বে কাজ করেন।