বিজনেসটুডে২৪ ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১ টায় ন্যু ক্যাম্পে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ দল হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঞ্চভারোস।
সহজ জয়ের প্রত্যাশায় মাঠে নামবে রোনাল্ড কোমানের দল। তবে এই ম্যাচের আগে ডাচ কোচের ভাবনায় থাকবে মৌসুমের প্রথম ক্লাসিকোর প্রস্তুতি এবং লিওনেল মেসির ফর্মহীনতা।
সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের পরাজয় দিয়ে মৌসুম শেষ করেছিল বার্সেলোনা। লজ্জার সেই পরাজয় ক্লাব বার্সাকে করে দিয়েছিল ওলট-পালট। মেসিও দলবদলের ঘোষণা দিয়েছিল এরপর।
যদিও কোমান ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, মেসিকে নিয়ে কোনো অভিযোগ নেই তার। এমনকি সহসাই নিজের সেরা ফর্মে ফিরবেন মেসি, এমন বিশ্বাস কোমানের। এই ম্যাচের একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন কোমান।
নতুন মৌসুমে ফেরেঞ্চাভারোসের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য বার্সাতেই আছেন মেসি। তবে চুক্তি নবায়ন না করায়, অনেকে ভাবছেন হয়ত শেষ মৌসুমের জন্য বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে নামছেন মেসি। তবে তার আগে এই ফুটবলারের ফর্মহীনতা ভাবাচ্ছে দলকে। যদিও মেসি বলেছেন, আগের মতো গোলের জন্য মরিয়া নন।