বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কুষ্টিয়া: কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আঁখড়াবাড়িতে অনুষ্ঠানরত লালন স্মরণোৎসব সোমবার শেষ হচ্ছে। শনিবার থেকে শুরু হয়েছে উৎসব। এদিন সন্ধ্যায় আঁখড়াবাড়ির খোলা মঞ্চে লালন উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
পবিত্র শবে বরাতের কারণে দুই দিন আগে থেকে শুরু হয়েছে এ লালন স্মরণোৎসব। তিন দিনের এ আয়োজন চলবে সোমবার পর্যন্ত। এই স্মরণোৎসবের আয়োজন করেছে কুষ্টিয়া লালন একাডেমি।
স্মরণোৎসবকে ঘিরে এর মধ্যে দূর-দূরান্ত থেকে বাউল, সাধু ও দর্শনার্থীরা আসতে শুরু করেছেন সাঁইজির আঁখড়াবাড়িতে। এখানেই দোল পূর্ণিমায় কালীগঙ্গা নদীর তীরে সারারাত তত্ত্ব কথা আলোচনা ও গান বাজনা করতেন মরমি সাধক ফকির লালন সাঁইজি।
১৮৯০ সালের ১ কার্তিক কালজয়ী শিল্পী ও ভাবুক লালন সাঁই জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এরপর থেকে আঁখড়াবাড়ির চত্বরে লালনের ভক্তরা তাদের সাঁইজির স্মরণোৎসব করে আসছেন। বছরে দুটি উৎসব হয়ে থাকে। একটি হয়ে থাকে দোল পূর্ণিমায়, আরেকটি কার্তিক মাসে। এখন লালন একাডেমির মাধ্যমে প্রতি বছর পালন করা হয় এ উৎসব।
শুক্রবার দুপুরে আঁখড়াবাড়িতে সরেজমিন দেখা যায়, মাজারকে সাজানো হয়েছে নতুন সাজে। লালন মাজারের প্রধান রাস্তাজুড়ে বসেছে গ্রামীণ মেলা। মূল মাজারে ফকির-বাউলরা আসন পেতে বসতে শুরু করেছেন।
লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, তিন দিনের এই উৎসবকে সার্থক করতে বিশেষ করে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সব আয়োজন শেষ হয়েছে।