বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এই কমিটি ।
নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নাম সুপারিশ করবে সার্চ কমিটি ।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিচারপতি এসএম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও অডিটর জেনারেল- মোহাম্মদ মুসলিম চৌধুরী।
সার্চ কমিটির সুপারিশকৃত ব্যক্তিদের থেকে পছন্দ অনুযায়ী সদস্য নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।