গাড়িপ্রেমিকদের জন্য কম দামে বাজারে ‘থর ক্লাসিক’ নামে নতুন একটি গাড়ি নিয়ে এসেছে গাড়ি নির্মাণপ্রতিষ্ঠান মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্র লিমিটেড। গাড়িটির ইঞ্জিনের শক্তিও কিন্তু কম নয়।
পেট্রল ইঞ্জিনটি ১৫০ হর্স পাওয়ারের আর ডিজেল ইঞ্জিনটির ১৩০। গাড়িটির ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে রয়েছে ৬ স্পিড টর্ক কনভার্টার, আর এটি স্বয়ংক্রিয়।
নতুন ‘থর ক্লাসিক’ তার কাছাকাছি সময়ের অন্য এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) গাড়ির থেকে একটু আলাদা। বলা হচ্ছে, এর চালক থেকে যাত্রী-সবার জন্যই গাড়ির মধ্যে থাকা প্রযুক্তির ব্যবহার যেমন আরামদায়ক হবে, তেমনই নিরাপত্তার বিষয়টিও সুরক্ষিত করা হয়েছে।
আগামী ১ নভেম্বর থেকে এ এক্স এবং এল এক্স নামে দুটি মডেলে পাওয়া যাবে গাড়িটি।
প্রথমটির দাম পড়বে ৯ লাখ ৮০ হাজার লাখ টাকা এবং দ্বিতীয়টির ১২ লাখ ৪৯ হাজার টাকা।
জানা গেছে, লাল, তামাটে, গ্রে, নেপোলি ব্ল্যাক, অ্যাকোয়া মাএরি ও রকি বেজ এ ছয়টি রঙয়ে আসছে গাড়িটি। চলতি অক্টোবর থেকেই ভারতের ১০০টি শহরে টেস্ট ড্রাইভের সুযোগ পাচ্ছেন গাড়িপ্রেমিকরা।
-ইন্ডিয়া টুডে