Home সারাদেশ জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

জগন্নাথপুর থেকে রনি মিয়া: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষক-অভিভাবক কমিটির যৌথ উদ্যোগে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পালের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রুবি রাণী রায়।
বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা বেগমের কোরআন তেলাওয়াত ও শিক্ষার্থী জয়শ্রী রায় জয়ীর গীতা পাঠের মাধ্যমে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের  শিক্ষিকা শিপ্রা রায় শিল্পী, নিলিমা দাশ, ছাবিনা ইয়াসমিন, শিখা রাণী সরকার, মিতালী রায় প্রমূখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন, কবিতা আবৃত্তি, দেশের গান ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
প্রাণবন্ত এই অনুষ্ঠানে অভিভাবকবৃন্দসহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে  জহিরুল ইসলাম লাল বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামের মানচিত্র পেতাম না এবং বাঙালি জাতি হিসাবে আমরা পরিচিতি লাভ করতে পারতাম না। স্বপরিবারে জীবন বিসর্জনের মাধ্যমে যে বাংলাদেশ তিনি আমাদের উপহার দিয়ে গেছেন আজীবন বাঙালি জাতি তাকে মনের কোঠায় গেঁতে রাখবে।