Home সিটি কর্পোরেশন জন্মাষ্টমী উপলক্ষে সিটি প্রশাসকের বাণী

জন্মাষ্টমী উপলক্ষে সিটি প্রশাসকের বাণী

খোরেশেদ আলম সুজন

চট্টগ্রাম:সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের  শুভ জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন  সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

সোমবার এক বাণীতে তিনি বলেন, শ্রীকৃষ্ণ আজীবন শান্তি মানব কল্যাণের আরাধনা করেছেন। সমাজ থেকে অন্যায়অবিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম হানাহানি দুর করে মানুষেমানুষে অকৃত্রিম ভালোবাসা সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন।

প্রশাসক বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আবহমান কাল থেকে দেশের সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে, এই ঐতিহ্য আমাদের অক্ষুন্ন রাখতে হবে।

শান্তি, সত্য মানবতার অবতার সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে সকল দূর্যোগ দূর্বীপাক অবসান হয়ে মঙ্গল কল্যাণ বার্তা বয়ে আনুক। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন সিটি প্রশাসক।

সংবাদ বিজ্ঞপ্তি