মো: তৌফিকুর রহমান, জবি থেকে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীরা উঠতে পারবেন আগামী ১৭ মার্চ। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে হলে উঠানোর কর্মসূচি নিয়েছে হল প্রশাসন।
বৃহস্পতিবার রাতে হল প্রশাসন আসন বরাদ্দের তালিকা প্রকাশ করেছে। আসন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের ১২০০ ছাত্রী।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে সিট প্রাপ্ত ছাত্রীদের কাগজপত্র (আবেদন ফর্ম, নগদ কিংবা রকেট অথবা শিউরক্যাশের মাধ্যমে পাঁচ হাজার ২৬৫ টাকা পরিশোধকৃত জমার রশিদ, হলে বসবাসের শর্তাবলীর অভিভাবক ও ছাত্রীর স্বাক্ষরিত কপি, অঙ্গিকারনামা ও পাসপোর্ট সাইজ ছবি) আগামী ০২ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে হলের হাউজ টিউটর এর নিকট জমা দিতে হবে।
সার্বিক বিষয়ে হল প্রভোস্ট ড. শামীমা বেগম বলেন, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় ছাত্রীরা হলে উঠবে। আমরা ১২শ জনের তালিকা প্রকাশ করেছি। আগামী ১৭ মার্চ এক জমকালো আয়োজনের মাধ্যমে আমরা ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে হলে উঠাবো। আমি বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা চাই।
এর পূর্বে গত বছরের পহেলা অক্টোবর বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করে কর্তৃপক্ষ। আবেদন চলে ১৫ অক্টোবর পর্যন্ত।
১৬ তলা বিশিষ্ট হলটির ১৫৬টি কক্ষে ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। হলের নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যান্টিন ও ডাইনিং।
২০১১ সালে হলের নির্মাণকাজ শুরু হয়। ২০তলা ভিত্তির ওপর ১৬ তলা ভবনের নির্মাণ ব্যয় ৩৩ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ছিল ৩৬ মাস। প্রকল্প বাস্তবায়নের ভার দেওয়া হয় শিক্ষা প্রকৌশল দপ্তরের ওপর। হলটিতে একটি লাইব্রেরি, একটি ক্যান্টিন, একটি ডাইনিং, প্রতি তলায় সাতটি করে টয়লেট, আটটি গোসলখানা, ছাত্রীদের ওঠানামার জন্য চারটি লিফট স্থাপন করা হয়েছে।