Home Second Lead জমজমাট বাজার ফুলের

জমজমাট বাজার ফুলের

সকাল থেকে ব্যস্ততা মোমিন রোডের বাজারে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ভ্যালেন্টাইনস ডে ও বসন্ত উৎসব উপলক্ষে ফুলের দোকানগুলোতে চলছে জমজমাট বিকিকিনি।

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে ও পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব একইসঙ্গে। নগরীর ফুলের দোকানিরা ফুল সাজানো ও বিক্রিতে ব্যস্ত। কর্মীরাও ব্যস্ত ফুলের তোড়া তৈরিতে, দম ফেলার ফুরসত নেই তাদের।

নগরীর বৃহত্তম ফুলের বাজার মোমিন রোডে। এখানকার এক দোকানি জানালেন, প্রতিবছর ভ্যালেন্টাইনস ডে, পহেলা ফাল্গুন, শহীদ দিবস, পহেলা বৈশাখ ফুল বাণিজ্যের সবচে বড় সুযোগ।  বিক্রির পরিমান বেড়ে যায় স্বাভাবিক দিনের তুলনায় অনেকগুণ। এবারে দু’টি উৎসব একইদিনে হওয়ায় বেড়েছে আরও বেশি।

 কেবল মোমিন রোডে নয়, নগরীর সব ফুলের বাজারে ব্যাপক চাহিদা।

পাইকারি বাজারে প্রতিটি দেশি গোলাপের দাম ১৫ থেকে ২০ টাকা, জারবেরা ২০ থেকে ২৫ টাকা, গ্লাডিওলাস ১০ থেকে ১৭ টাকা ও রজনীগন্ধা ১০-১৫ টাকা দরে বেচাকেনা হয়েছে।  জুঁই বেলী মালা ৩০-৫০ টাকা, গাঁদা ফুলের মালা ৪০-৫০ টাকা এবং  ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে এক হাজার গাঁদা ফুলের ঝাড়।  পাইকারি থেকে খুচরা মূল্য দ্বিগুণ বা তার চেয়েও অধিক।

ফুলের বেশির ভাগই আসে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী থেকে । এই গদখালী হয়ে উঠেছে বদেশের ফুলের রাজধানী। ফুলের মোট চাহিদার প্রায় ৭০ ভাগ গদখালী থেকে সরবরাহ করা হয়। এর বাইরে রফতানি করা হয় সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর।