বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: চকরিয়ায় জমি নিয়ে বিবাদমান দু’দলের সংঘর্ষে সাবেক ছাত্রলীগ নেতা সোহেল (২৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫/৬ জন। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরীস্থ হাজিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌরসভার পালাকাটা গ্রামের আবদুর রকিমের ছেলে।
৪ নভেম্বর সোহেলের সঙ্গে বিয়ে হয় পেকুয়ার কৃষকলীগ নেতা মেহের আলীর মেয়ে কলির। সন্ত্রাসী হামলায় বিয়ের ২৪ দিনের মাথায় স্বামী সোহেলকে হারালেন কলি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের ভরামুহুরী হাজী পাড়া এলাকার মৃত আহমদ শফির ছেলে নুর হোছাইন গং ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলছে। বিরোধকৃত জমি দখল পূর্বক নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টাকালে নুর হোছাইন গংদের হামলায় নিহত হন সাবেক ছাত্রনেতা সোহেল।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের গণমাধ্যমকে বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের সাংঘর্ষিক হামলায় নিহত হন সোহেল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ থানা হেফাজতে নিয়ে আসার পর ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।