বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নগরীর বিনোদনের প্রাণকেন্দ্র পতেঙ্গায় নিজামউদ্দিন আউলিয়া মাজারের ঐতিহ্যবাহী মেলা জমে উঠেছে।
শনিবার (০৬ জানুয়ারি) ভোরে মাজার প্রাঙ্গণে এ মেলা শুরু হয়।
মেলার কমিটি জানায়, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করেছি। এই মেলা চলবে গভীর রাত পর্যন্ত। সেচ্ছাসেবকরা দর্শনার্থীদের সেবা দিতে প্রস্তুত রয়েছে। মেলায় স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে আসার জন্য অনুরোধ করেছেন।
জানা যায়, পীর আউলিয়ার ভূমি চট্টগ্রাম। গুণি আউলিয়ার মাজারগুলোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় ওরশ এবং মিলিত হয় মেলা । পতেঙ্গায় বেশকয়েকটি উল্ল্যেখযোগ্য মেলার মধ্যে অন্যতম একটি নিজামউদ্দিন আউলিয়া মাজারের এই ঐতিহ্যবাহী মেলা। এটি যেন শুধু মেলা নয় পতেঙ্গাবাসীর মিলন মেলা।এই মেলা পতেঙ্গায় অনুষ্ঠিত হলেও দূরদূরান্ত থেকে অনেক মানুষ আসে।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানায়, প্রতিবছর তারা এই মেলায় অংশগ্রহণ করে। যদিও করোনাকালীন সময় মেলা চললেও প্রতিবারের মত এবারও আগের মতো করে উৎসবে মেতে উঠেছেন তারা।