Home কলকাতা জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র ফের চালুর চেষ্টা

জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র ফের চালুর চেষ্টা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: উত্তরবঙ্গে বন্ধ হয়ে যাওয়া চা নিলাম কেন্দ্র আবার চালুর চেষ্টা চলছে।

২০০৫ সালে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালু হয়। সেসময় ম্যানুয়ালি নিলামের কাজ চলতো। এরপর ২০১২ সালে এই নিলাম কেন্দ্রে ই অকশন চালু হয়। চা পাতার অভাবে এখানে নিলাম বন্ধ হয়ে যায় ২০১৫ সালে।

জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র পুনরায় চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যের শিল্প দপ্তরের নির্দেশে জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসুর সভাপতিত্বে গত মঙ্গলবার ফের বৈঠকে বসে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র পরিচালন কমিটি।

পার্থ চট্টোপাধ্যায় শিল্প দপ্তরের ভার নিয়েই উত্তরবঙ্গে বন্ধ হয়ে থাকা চা নিলাম কেন্দ্রটি চালু করতে উদ্যোগী হয়েছেন। তবে চালু করার চাবিকাঠি কেন্দ্রীয় সরকারের বাণিজ্যমন্ত্রকের হাতে।

জলপাইগুড়ির বিশিষ্ট চা শিল্পপতি তথা তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী অভিযোগ করেন, জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালু করা নিয়ে বাম আমলের ছায়ার পুনরাবৃত্তি কেন্দ্রের বিজেপি সরকারের আমলেও। বাম আমলে জলপাইগুড়ির সাংসদ তথা সিপিএমের জেলা সম্পাদক মানিক সান্যাল চাইতেন জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র চালু হোক। তাতে বাধা দিতেন তদানীন্তন শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা মন্ত্রী অশোক ভট্টাচার্য। কিন্তু পরবর্তীতে বাদানুবাদ কাটিয়ে বাম জমানার শিল্পমন্ত্রী নিরুপম সেনের হাত ধরে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালু হয়। এরপর দফায় দফায় সেটি বন্ধ ও চালু হয়েছে। ২০১৫ থেকে চা নিলাম কেন্দ্রটি বন্ধ হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, জলপাইগুড়ির সাংসদ বিজেপির জয়ন্ত রায় চা নিলাম কেন্দ্র চালু করার জন্য কিছু উদ্যোগ নিলেও তাঁর চেয়ে বেশি প্রভাবশালী দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রভাব খাটিয়ে তা হতে দিচ্ছেন না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন জলপাইগুড়ির সার্বিক উন্নতির সার্থে এই চা নিলাম কেন্দ্র অবিলম্বে চালু করুক কেন্দ্রীয় সরকার। নইলে জলপাইগুড়িতে আবার বৃহৎ আন্দোলন শুরু হবে।