Home আন্তর্জাতিক চোখের পলকে ধ্বংস জাকার্তায় মসজিদের গম্বুজ

চোখের পলকে ধ্বংস জাকার্তায় মসজিদের গম্বুজ

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভয়াবহ আগুনের গ্রাসে চোখের পলকে খড়কুটোর মত ধ্বংস হয়ে গেল জাকার্তার মসজিদের গম্বুজ। বুধবার উত্তর জাকার্তার জামে মসজিদের বিশালাকার গম্বুজটি ভেঙে পড়ার দৃশ্য শিউরে ওঠার মত। গম্বুজ ভাঙার দৃশ্য অনেকেই মোবাইল বন্দী করেছেন। ওই ভিডিয়োতে দেখা গেছে, গোটা মসজিদ দাউদাউ করে জ্বলছে।

এক পলকে ভেঙে পড়ছে বিশালাকার গম্বুজ, আর তার ঠিক পরেই গোটা এলাকা ভরে যাচ্ছে কালো ধোয়াঁয়। ওই গম্বুজটি জাকার্তা ইসলামিক সেন্টার কমপ্লেক্সে রয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। সেখানকার সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই কমপ্লেক্সে গম্বুজটির সংস্কারের কাজ চলছিল। সেই সময় আগুন লাগে এবং ওই আগুন ভায়াবহ রুপ ধারণ করে। এতটাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে, মুহূর্তের মধ্যেই ভেঙে টুকরো হয়ে যায় ওই গম্বুজটি।

পুলিশ জানিয়েছে, সংস্কারের কাজে যুক্ত ঠিকাদার কোম্পানির চারজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইন্দনেশিয়ার সময় অনুযায়ী, বিকেল তিনটের পর ওই আগুন লাগে। দমকলের দশটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করছে। মসজিদ ছাড়াও ওই কমপ্লেক্সে শিক্ষা, বাণিজ্য ও গবেষণার কাজও হয়। এই ঘটনায় মন খারাপ গোটা বিশ্বের ইসলাম প্রেমীদের। উল্লেখ্য, ২০১৮-র জনগণনা অনুযায়ী ইন্দোনেশিয়ার ৮৬.৭ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী।