এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোকসজ্জা, কেকটাকা, র্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
ভোর ৬.১৪ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। উপাচার্যের নেতৃত্বে র্যালীর মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী স্মরণে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়।
‘উচ্চ শিক্ষার মাধ্যমে উন্নত ক্যারিয়ার গঠন’ বিষয়ে নগদের হেড অব সেল্স, শেখ আমিনুর রহমান তার বক্তব্য উপস্থাপন করেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইবিএইউবি’র উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. তাজকিরুজ্জামান ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার)। সম্মানীত অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু ও নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর মনোয়ারা খাতুন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য তোমাদের এগিয়ে আসতে হবে। দেশেকে পরিবর্তন করার জন্য তোমরা সবাই এগিয়ে আসবে।
– সংবাদ বিজ্ঞপ্তি