বিজনেসটুডে২৪ ডেস্ক
নতুন বছরের শুরুতেই সুখবর সর্দার হাজি জান মহম্মদের সংসারে। তাঁর স্ত্রীর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক পুত্র সন্তান। তবে পরিবারে নতুন সদস্যের আগমনের থেকেও মহম্মদের বেশি আনন্দ হল, এই নিয়ে তিনি ৬০তম সন্তানেরবাবা হলেন। এক ধাক্কায় এ কথা শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করেছেন জান মহম্মদ। এখানেই থামতে চান না বলেও জানিয়েছেন তিনি। তাঁর পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে আরও কয়েকটি সন্তান নেওয়ার।
কে এই সর্দার হাজি জান মহম্মদ?
পাকিস্তানের বালুচিস্তানের রাজধানী কোয়েটায় বাসিন্দা সর্দার হাজি জান মহম্মদ (৫০)। পেশায় একজন ডাক্তার। পরিবারে রয়েছে তিন স্ত্রী এবং ৬০ সন্তান। হাজি বলেছেন, তাঁর পাঁচ সন্তান আগে মারা গেছে। এখন বাকি ৫৫ জন জীবিত রয়েছে।
৬০ সন্তান হওয়ার পরেও জীবন থেমে যাবে না বলে সাফ জানিয়েছেন জান মহম্মদ। তিনি বলেন, ভবিষ্যতে আরও সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে। স্ত্রীরাও সেটাই চাইছেন। তবে শুধু সন্তানই নয়, চতুর্থবার বিয়ে করতেও চান তিনি। সে জন্য মেয়ে খোঁজাও শুরু করেছেন।
নিজের ৬০তম সন্তানের নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন জান মহম্মদ। হাজি খুশাল জান। জানা গেছে, এই সন্তান হওয়ার আগে তাঁর স্ত্রী উমরাহ করতে গিয়েছিলেন। তাই বাচ্চার নামের আগে হাজি জুড়েছেন তিনি।
তবে পরিবারে এত সদস্য থাকার ফলে আর্থিক সমস্যাতেও পড়তে হয়েছে জান মহম্মদকে। পাকিস্তানে গত কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে মূল্যস্ফীতি হয়েছে। ফলে বাড়ছে অনাহার, দারিদ্র। এর রেশ পড়েছে মহম্মদের সংসারেও। শুধু ক্লিনিক চালিয়ে গোটা পরিবার টানতে একটু অসুবিধাই হচ্ছে তাঁর।
তবে এত সমস্যা হলেও ক্রিজে টিকে থাকতে চাইছেন জান মহম্মদ। বলেছেন, এই আর্থিক সমস্যায় তাঁর পরিকল্পনা বদলাবে না। তিনি চতুর্থবার বিয়েও করবেন এবং নতুন সন্তানও নেবেন।