বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: মাস্ক পরা নিশ্চিত করতে জামালখানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় মাস্ক না পরার কারণে ১০টি মামলা করা হয়। পাশাপাশি ১৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে মাস্কও বিতরন করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বিজনেসটুডে২৪ কে জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্কের গুরুত্ব অপরিসীম। বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্দেশনা রয়েছে। আমরা নির্দেশনা বাস্তবায়ন করতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।