Home শিক্ষা জামালপুরে সনাক ও টিআইবি’র মতবিনিময়

জামালপুরে সনাক ও টিআইবি’র মতবিনিময়

লক্ষ্য: প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
জামালপুর: সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি জামালপুরের উদ্যোগে শিক্ষা সেবার মান উন্নয়নে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফের সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের শিক্ষা বিষয়ক উপ কমিটির সদস্য মনোয়ারা খানম।
তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা সনাক-এর ধারাবাহিক কার্যক্রমের অংশ। সনাকের পরবর্তী প্রকল্প প্যাকটা বাস্তবায়নেও শিক্ষা সেবার মান উন্নয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি উপজেলা শিক্ষা অফিসের চলমান সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সনাক সভাপতি অজয় কুমার পাল, সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য সাজ্জাত হুসেন, উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, টিআইবি কর্মী ও ইয়েস সদস্যরা।
এসময় সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ তার বক্তব্যে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সেবার মান উন্নয়নে ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য উপজেলা শিক্ষা অফিসের আন্তরিকতা রয়েছে। ঝরে  যাওয়া শিক্ষার্থী রোধে মোটিভেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। সনাক-টিআইবি’র সহযোগিতায় ২০২২ সালের জন্য শুদ্ধাচার কৌশলের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, যেসব জায়গায় শিক্ষক ঘাটতি রয়েছে সেখানে প্যারাটিচার পদ্ধতির জন্য এসএমসিকে উদ্বুদ্ধ করা হবে। শিক্ষা অফিস থেকেও প্রয়োজন অনুযায়ী শিক্ষক সংযুক্তি করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। বিদ্যালয়গুলোতে টিআইবি প্রণীত বর্ণমালায় নীতিকথা বইয়ের ব্যবহারের বিষয়েও ইতিবাচক মন্তব্য করেন। সনাক এবং উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগ জামালপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সনাক ও টিআইবি’র এই ধারাবাহিক সহযোগিতার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সনাক সভাপতি অজয় কুমার পাল বলেন, সনাক এর বিভিন্ন কার্যক্রমের ফলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে ও স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জানানো হয়, করোনার কারণে শুদ্ধাচারের কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাধাগ্রস্থ হয়েছে। এ সময় শুদ্ধাচার কৌশল-এর কর্মপরিকল্পনার কাজের পর্যালোচনা করা হয়। চলমান বাস্তবতার নিরিখে ২০২২ সালের জন্য শুদ্ধাচার কৌশল-এর নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে যা সনাক-টিআইবি’র সহযোগিতার মাধ্যমে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে মর্মে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় ঝড়ে যাওয়া শিক্ষার্থী রোধে উদ্যোগ গ্রহণ, প্রাথমিক বিদ্যালয়ের ফান্ডের টাকার যথাযথ ব্যবহার, শূণ্যপদে নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে টিআইবি কর্তৃক প্রকাশিত বর্ণমালায় নীতিকথা বইয়ের ব্যবহার, টিআইবি’র নতুন প্রকল্প প্যাকটা-তে প্রতিষ্ঠান নির্বাচনে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।