বিজনেসটুডে২৪ ডেস্ক:বার্লিন: জার্মানিতে পালাবদল! ক্ষমতায় আসতে চলেছে বিরোধী কনজারভেটিভ জোট। খ্রিস্টান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) ও খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) জোটের ঝুলিতে এসেছে ২৮.৬ শতাংশ ভোট।
রবিবার রাতে এক্সিট পোলে জার্মানির রাজনীতির পট পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হতেই রক্ষণশীল বিরোধী নেতা ফ্রেডরিখ মের্ৎসকে অভিনন্দন জানান জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ।
তিনি বলেন, ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির জন্য এই ফল অত্যন্ত বেদনাদায়ক। নির্বাচনে এই খারাপ ফলাফলের জন্য আমি দায়ী।’ এর পরেই বিরোধী দলনেতা মের্ৎসকে শুভেচ্ছা জানান তিনি।
রাত পর্যন্ত পাওয়া খবরে দেখা গিয়েছে, কনজারভেটিভ জোটের ঝুলিতে এসেছে ২৮.৬ শতাংশ ভোট (২০৯টি আসন)। এবারের ভোটে উত্থান ঘটেছে ডানপন্থীদেরও। অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তাদের পক্ষে এসেছে ২০.৪ শতাংশ (১৪৯টি আসন)।
২০২১ সালের নির্বাচনের তুলনায় যা প্রায় দ্বিগুণ। সবচেয়ে খারাপ ফল সোশ্যাল ডেমোক্র্যাটদের। তাদের ঝুলিতে এসেছে ১৬.৩ শতাংশ (১১৯টি আসন)।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এমন শোচনীয় ফলাফলের সম্মুখীন । এদিকে, জয় স্পষ্ট হতেই জোট সরকার গড়ার ইঙ্গিত দিয়েছেন ফ্রেডরিখ মের্ৎস।