Home সারাদেশ জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজন গ্রেপ্তার

জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজন গ্রেপ্তার

মৌলভীবাজার থেকে তিমির বনিক: জুড়ী উপজেলার ফুলতলা থেকে বিপুল পরিমান জাল টাকা ও টাকা তৈরীর সরাঞ্জাম সহ ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সামছু মিয়াকে র‌্যাব-৯ গ্রেপ্তার করে।

২২শে জুন মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর ভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু চাকমা এর নেতৃত্বে জুড়ীর ফুলতলা বাজারস্থ জনৈক সুন্দর আলী এর বসত ঘর থেকে ৫ হাজার টাকার জাল নোট, ৪ বোতল জাল নোট তৈরির রাসায়নিক দ্রব্য ও ২টি কাচ, ৩৩০ পিস জাল নোট তৈরির কাগজসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সামছু মিয়াকে আটক করে। জুড়ী উপজেলার কালিনগরের মৃত রোজ মিয়ার ছেলে সামছু। গ্রেপ্তারের পর আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঈদ-উল আযহা সামনে রেখে গরুর হাটে সরবরাহ ও প্রতারণা করার লক্ষ্যে জাল টাকা তৈরি করছে বলিয়া জানায়।