বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির তিন হাজার ১শ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে আদালতকে জানিয়েছে দুদক।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টে জমা দেয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে।
আদালতে দেওয়া প্রতিবেদনে জানানো হয়, প্রতিষ্ঠানটির ৪ হাজার ১শ কোটি টাকা ঋণ জালিয়াতির মধ্যে ৩১০০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। বাকি ১ হাজার কোটি টাকার হদিস মিললেই ৫৬ মামলার চার্জশিট দেয়া হবে।