বিজনেসটুডে২৪ ডেস্ক: বাড়ি থেকে উদ্ধার হল দু’বারের অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান (Gene Hackman Death) ও তাঁর স্ত্রী জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার (Betsy Arakawa) মৃতদেহ।
বুধবার নিউ মেক্সিকোর (New Mexico) বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, হ্যাকম্যান এবং বেৎসির সঙ্গে তাঁদের প্রিয় পোষ্যর দেহও উদ্ধার হয়েছে। অভিনেতা হ্যাকম্যানের বয়স হয়েছিল ৯৫ বছর। অন্যদিকে, তাঁর স্ত্রীর বয়স ৬৩।
পুলিশের প্রাথমিক পর্য়বেক্ষণে তাঁদের মৃত্যু অস্বাভাবিক বলে মনে হয়নি। তবে পুলিশের তরফে এও জানানো হয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সবটা পরিষ্কার হবে।
হ্যাকম্যান ১৯৩০ সালে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনো শহরে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তিনি ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা প্লেহাউসে যোগ দেন। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় ডাস্টিন হফম্যানের। ক্যারিয়ারের শুরুর দিকে মঞ্চ আর টিভিতে প্রচুর কাজ করেন হ্যাকম্যান।
১৯৭৮ সালে সুপারম্যান ছবির ভিলেন লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করে ডিসি কমিকস ফ্যানদের নজর কাড়েন। ৯৫ বছর বয়সী এই হলিউড কিংবদন্তি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২)-এই দুটি সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন। ১৯৯১ সালে বেৎসি আরাকাওয়াকে বিয়ে করেন হ্যাকম্যান। তাঁর প্রয়াণে শোকের ছায়া হলিউডে (Hollywood)।