বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২১ সালের বিভিন্ন মাদরাসায় দাখিল ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে। চলবে ২ মে পর্যন্ত।
মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
জানা গেছে, বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়া যাবে ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত। আর ১৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে টাকা জমা দেওয়া যাবে। ইএসআইএফ পূরণ ও সাবমিট করা যাবে ৬ মে পর্যন্ত। আর ১৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের কাগজ পত্র জমা দেওয়া যাবে।
দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে শিক্ষার্থীদের কাছ থেকে মোট ৬৪ টাকা ফি নেওেয়া হবে। এরমধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নেওয়া হবে ৪০টাকা আর রেডক্রিসেন্ট ফি বাবদ নেওয়া হবে ২৪ টাকা। কোনো শিক্ষার্থী ১৯ এপ্রিলের পরে রেজিস্ট্রেশন করলে বিলম্ব ফি হিসেবে নেওয়া হবে ৫০ টাকা। বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের ফরমপূরণে শিক্ষার্থীদের কাছ থেকে ১১৪ টাকা নেওয়া হবে। নির্ধারিত ওয়েবসাইটে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।