Home আন্তর্জাতিক জেদ্দাসহ সৌদিআরবের বিভিন্ন শহরে বন্যা

জেদ্দাসহ সৌদিআরবের বিভিন্ন শহরে বন্যা

বিজনেসটুডে২৪ ডেস্ক
আচমকাই ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে সউদি আরবে। প্রবল বন্যায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকায় স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে প্রধান শহরগুলোর রাস্তা প্লাবিত হয়ে পড়েছে। প্রবল বর্ষণের কারণে সউদি আরবের দু’টি নামী বিশ্ববিদ্যালয়-কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব জেদ্দার প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বাতিল করা হয়েছে।
এদিকে আবহাওয়া এবং পরিবেশ সুরক্ষা দফতর জানিয়েছে, জেদ্দা, ইউসফান, ধাবন, বাহরা, খুলিস, মক্কা ও তায়েফে বৃষ্টি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও, দমকা হাওয়া থাকার পাশাপাশি পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা রয়েছে।স্থানীয় বাসিন্দাদের বৃষ্টির জমা জল থেকে সাবধান থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এছাড়াও, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী মক্কা থেকে ১ হাজার ৪২৫, মদিনা থেকে ৫৪২, তাবুক থেকে ১৬ ও আল জাওফ থেকে ছয়টি ইমার্জেন্সি ফোন কল পেয়েছে। ইতিমধ্যেই বন্যা কবলিত কয়েকশ মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে মক্কায় ৪০০, মদিনায় ৫৪, তাবুকে ১৯ ও আল জওফে আট জন রয়েছে।
সউদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির দেওয়া তথ্য অনুযায়ী, জেদ্দার দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে প্রায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা রেকর্ড করা সর্বোচ্চ। এর আগে সউদি আরবে ২০০৯ সালের বন্যায় ১২৪ জন মারা যায়। এছাড়া ২০১১ সালে প্রায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।