Home Uncategorized জোয়ারে প্লাবিত এনসিটি সিসিটির নিচু এলাকা

জোয়ারে প্লাবিত এনসিটি সিসিটির নিচু এলাকা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: পূর্ণিমা ভরা কোটাল, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর একই সঙ্গে থাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের বিভিন্ন ইয়ার্ডের নিচু এলাকা জোয়ারে প্লাবিত হয়ে পড়েছে।

বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল ( সিসিটি) , নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ( এনসিটি )সহ বিভিন্ন ইয়ার্ডে জোয়ারের পানি প্রবেশ করেছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, জোয়ারে কিছু কিছু নিচু স্থান প্লাবিত হয়েছে। তবে, সেটা উদ্বেগের কিছু না। কিছুক্ষণের মধ্যে পানি সরে যাবে।  

টার্মিনাল অপারেটর সাইফপাওয়ারটেক লিমিটেডের প্রধান নির্বাহি ক্যাপ্টেন তানভির হোসেন-এর সাথে যোগাযোগ করা হলে জানান, ভর জোয়ারে টার্মিনালের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তবে, তা মারাত্মক কিছু না। ভাটার টানে পানি নেমে যায় বলে উল্লেখ করেন তিনি।  

জানা যায়, পূর্ণিমায় ভরা কোটালের জন্য সমুদ্রে ঢেউয়ের যতটা বাড়ে তার চেয়েও বাড়ে পানির স্তর।  জোয়ারের প্রভাবে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায়। তার জেরে প্লাবিত হয়েছে বন্দর টার্মিনালের নিচু এলাকা।