জয়পুরহাট থেকে খোকন হোসেন জাকির: কখনো সরকারি পাওয়া গাড়ি হাঁকিয়ে পিচ ঢালা পথ পেরিয়ে, কখনো বা গ্রামীণ মেঠো পথ পায়ে হেঁটে এক এলাকা থেকে অন্য এলাকার উন্নয়নের কাজের উদ্বোধন করেই চলেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু। সরকারের সহায়তায় শিক্ষার মান উন্নয়নে শহর থেকে নির্ভৃত গ্রাম পর্যায়ের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টি নন্দন আধুনিক মানের একাডেমিক ভবন নির্মাণ সম্পন্ন করেছেন। আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের কাজ চলমান।
কিছুদিন আগে এসব উন্নয়ন কাজের একটু ছন্দপতন ঘটেছিল সাংসদের শারিরীক অসুস্থতার সময়ে। এমপির সুস্থতা কামনায় তখন তখন মসজিদে মসজিদে দোয়া ও মন্দির গীর্জায় প্রার্থনা হয়েছে। সুস্থ হওয়ার পর আবার তৎপর হয়েছেন উন্নয়ন কাজ নিয়ে। সরকারের নির্বাচনী ওয়াদা পূরণসহ সুদূর প্রসারী পদক্ষেপ বাস্তবায়নে এবং শেখ হাসিনার উন্নয়নের প্রতিনিধি হিসাবে (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) নির্বাচনী এলাকার কাজগুলো করছেন সাংসদ দুদু ।
সম্প্রতি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ কাঁচারাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি। যে সব কাঁচারাস্তায় গাড়ি যেতে পারে না , সেসব পথে তিনি হেঁটে যান এক স্থান থেকে অন্য স্থানে প্রকল্প উদ্বোধনের জন্য।