বিজনেসটুডে২৪ প্রতিনিধি
জয়পুরহাট: এখানে আসল পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ভুয়া পুলিশ। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে একব্যক্তিকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার হয়েছে। তার নাম উত্তম কুমার ঘোষ (৪২)। তিনি পৌর শহরের বঙ্গবন্ধুপাড়া মহল্লার মৃত ধীরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, নওগাঁর রানীনগর এলাকার শরীফুল, তৌফিকসহ তিন জন ঢাকায় চিকিৎসা শেষে ঢাকা থেকে বাস যোগে বাড়ি ফিরছিলেন। তারা বাসে ঘুমিয়ে পড়লে ভুল করে জেলার পাঁববিবি যান। সেখান থেকে বাস যোগে জয়পুরহাটে ফেরার সময় বাসের মধ্যে উত্তম নিজেকে পুলিশের এস আই পরিচয় দিয়ে বলেন যে, তারে শরীরে মাদক দ্রব্য আছে, তল্লাশী করতে হবে। এ অবস্থায় বাসটি শহরের পাঁচুর মোড়ে আসলে উত্তম তাদেরকে নামিয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিয়ে যান ও ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে তাদেরকে গ্রেফতার করা হবে বলে হুমকি দেন। এ সময় তাদের কাছে কাছে থাকা ১৮’শ টাকা হাতিয়ে নেন এবং বাড়ি থেকে অবশিষ্ট টাকা আনতে বলেন।
শরীফুলের সঙ্গে থাকা তৌফিক প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে থানার মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে পুলিশে খবর দেন।তাৎক্ষনিক পুলিশ এসে উত্তমকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তৌফিক বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে বিকালে জেল হাজতে প্রেরন করে।