Home আইন-আদালত ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আবু সায়েম আকন, ঝালকাঠি থেকে: ঝালকাঠির রাজাপুরে এক মাছ বিক্রেতাসহ তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন তার কার্যালয়ে বসে এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার পালট গ্রামের মো. জলিল হাওলাদারের ছেলে মো. লিটন হাওলাদার (৩৫), বড়ইয়া গ্রামের মৃত রহিম উদ্দিন হাওলাদারের ছেলে মো. মজিদ হাওলাদার (৪৫), হবিগঞ্জের কামালপুর গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে মাছ বিক্রেতা মো. রফিকুল ইসলাম (২৭)।
উপজেলা মৎস্য অফিস জানায়, সকালে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার জাল সহ দু’জনকে এবং ১৫ কেজি ঝাটকা মাছসহ একজনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।