বিজনেসটুডে২৪ ডেস্ক:
বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার ছক্কা মারার ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজ তারকা গেইল। আইপিএলের ৫০তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই ইতিহাস গড়েন। এই ফরম্যাটে ব্যাটসম্যানদের অনেক রেকর্ডেই তাঁর নাম সবার ওপরে।
শুক্রবার (৩০ অক্টোবর) মাঠে নামার আগে গেইলের নামের পাশে ৯৯৩টি ছক্কা ছিল। মাঠে নেমেই রাজস্থানের বিপক্ষে ঝড় তুললেন গেইল। মাত্র ৬৩ বলে খেলেন ৯৯ রানের ইনিংস। ওই ইনিংস খেলতে ছয় বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকান তিনি।
অনেক রেকর্ডেই তাঁর নাম সবার ওপরে। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে গেইলের ছক্কার সংখ্যা এক হাজার একটি। এর মধ্যে আইপিএলেই হাঁকিয়েছেন ৩৪৯টি।
৬৯০টি ছক্কা নিয়ে এ তালিকায় দ্বিতীয়তে আছেন আরেক ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। ৪৬৭টি ছক্কা নিয়ে তালিকায় তৃতীয়তে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
চতুর্থ স্থানে থাকা শেন ওয়াটসনেরও ছক্কা সংখ্যা ৪৬৭টি। আন্দ্রে রাসেলের ৪৪৭টি।