Home Second Lead টিপু ও প্রীতি হত্যার ঘটনায় শুটার আটক

টিপু ও প্রীতি হত্যার ঘটনায় শুটার আটক

টিপু ও প্রীতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার এই তিনজনের মধ্যে একজনকে সাতক্ষীরা সীমান্ত থেকে এবং অন্য দু’জনকে রাজধানী ঢাকা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সাতক্ষীরা থেকে আটক করা যুবকই মূলত আলোচিত এই হত্যাকাণ্ডে শ্যুটার (গুলিবর্ষণকারী) হিসেবে অংশ নেয় বলে জানতে পেরেছে তদন্তকারীরা। এ ছাড়া এই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা আরও দুই সন্ত্রাসীর নাম-পরিচয় পেয়েছে গোয়েন্দারা, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টিপু হত্যার শ্যুটারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও নেপথ্য কুশীলবদের ধরতে অভিযান শুরু করেছে তদন্তসংশ্লিষ্ট পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃত ৩ জন হলো – মাহবুব, সাগর ও পল্ট্রি ফারুক ওরফে পল্ট্রি রিপন।

এদিকে আওয়ামী লীগ নেতা টিপু এবং কলেজছাত্রী প্রীতি হত্যাকাণ্ডের পেছনে যারা আছে, তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।