Home First Lead টিসিবি’র ট্রাকসেল বাড়লো

টিসিবি’র ট্রাকসেল বাড়লো


৮০ টাকা দরে খেজুর বিক্রি শুরু

*নাজমুল হোসেন*

চট্টগ্রাম: নগরের রাস্তায় বর্তমানে পাঁচ ধরনের পণ্য বিক্রি করছে টিসিবি(ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)। এত দিন তেল, ডাল, চিনি ও পেঁয়াজ বিক্রি করলেও আজ থেকে বিক্রির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে খেজুর।
এদিকে রমজানের আর বেশি দেরি নেই। পাশাপাশি লকডাউন ও ক্রেতাদের চাহিদার বিষয়টি বিবেচনায় এনে ট্রাকের সংখ্যাও বাড়িয়েছে কর্তৃপক্ষ। গত ১৮ মার্চ নগরের ১৫ স্থানে ট্রাকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। পরবর্তীতে আরও সাতটি ট্রাক বাড়ানো হয়।
সবশেষ আজ শনিবার থেকে নগরের বিভিন্ন স্পটে আরও আটটি ট্রাক বাড়িয়ে বর্তমানে ৩০টি ট্রাকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। 
নগরের একজন ক্রেতা টিসিবির ট্রাকসেল থেকে দিনে ৫৫ টাকা দরে সর্বোচ্চ চার কেজি চিনি, একই দরে দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে পাঁচ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারছেন। আর দুই কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং ৮০ টাকা দরে সর্বোচ্চ এক কেজি খেজুর কিনতে পাবেন একজন ক্রেতা। 
এছাড়া প্রতিদিন একটি ট্রাকে ৮০০ থেকে ১ হাজার ২০০ কেজি চিনি, ৬০০ থেকে ৭৫০ কেজি মসুর ডাল, ১ হাজার ২০০ থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেল, ৩০০ থেকে ১ হাজার কেজি পেঁয়াজ এবং ৪০০ থেকে ১ হাজার কেজি ছোলা বরাদ্দ করা হয়েছে।
নগরের বন্দরটিলা এলাকায় টিসিবির পণ্য কিনতে এসেছিলেন রিক্সাচালক মাহমুদ সোহেল। তিনি বলেন, লকডাউন ঘোষণা করা মানেই আমাদের রোজগার কমে যাওয়া। এ সময় আমাদের জন্য টিসিবির পণ্যই একমাত্র ভরসা। কারণ বাজারে একই পণ্য আরও বাড়তি দামে বিক্রি হয়।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ বিজনেসটুডে২৪কে বলেন, আজ থেকে টিসিবির ন্যায্যমূল্যের ট্রাক সেল কার্যক্রমে খেজুর বিক্রি শুরু হয়েছে। যা চলবে আগামী ৬ মে পর্যন্ত। তাছাড়া বাজার দরের সঙ্গে সমন্বয় করতে পণ্যের দাম সামান্য বাড়ানো হয়েছে। পাশপাশি ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় এনে নগরে আরও আটটি ট্রাক সংযোজন করা হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় এখন ৩০ টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম চলছে।