রমজান উপলক্ষে বিক্রি ১৪ এপ্রিল থেকে
নাজমুল হোসেন
চট্টগ্রাম: হঠাৎ ক্রেতার চাহিদা বাড়ায় বুধবার থেকে ট্রাক প্রতি পণ্য বরাদ্দ বাড়িয়ে ২০ টি ট্রাকের পরিবর্তে ২২ টি ট্রাকে পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। সাথে ২০ টাকা মূল্যে পেঁয়াজও পাওয়া যাবে এই ট্রাক গুলোতে।
এতদিন, প্রতিটি ট্রাকে দিনে ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি মসুর ডাল, ১ হাজার লিটার সয়াবিন তেল বিক্রি করছে। বুধবার থেকে প্রতিটি ট্রাকে ১ টন চিনি, ৬০০ কেজি মসুর ডাল, ১ হাজার ২শ লিটার সয়াবিন তেল দেওয়া হবে। এদিকে পেঁয়াজ এসেছে। বুধবার থেকে পেঁয়াজ ট্রাকে যুক্ত হবে। পেঁয়াজ বিক্রি হবে প্রতিদিন ১ হাজার কেজি।
ক্রেতারা প্রতিকেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৯০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকায় কিনতে পারেন। মুজিব শতবর্ষে এবং পবিত্র রমজানে নিম্নআয়ের মানুষের কাছে সহজে নিত্যপণ্য পৌঁছানোর জন্যই সরকার আগেই এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন টিসিবির কর্মকর্তারা।
মঙ্গলবার (২৩ মার্চ) সরেজমিনে দেখা যায় বিভিন্ন স্থানের পণ্য বিক্রির ট্রাকে ক্রেতাদের দীর্ঘ লাইন। অনেক স্থানে রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত মানুষের সারি। কেউ দাঁড়িয়ে পত্রিকা পডছে, কেউবা ছাতার নিচে দাঁড়িয়ে আছে, কেউ মোবাইল টিপছে।
২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্র মিজানুরের সাথে কথা হলে তিনি বলেন, ২ টা থেকে দাঁড়িয়ে আছি। জানিনা পণ্য কিনতে পারবো কিনা। আমার আগে ৬০ জন আছে। আম্মু বলেছে তেল, চিনি নিয়ে বাসায় যেতে।
টিসিবি চট্টগ্রামের অফিস প্রধান জামাল উদ্দিন আহমদ বিজনেসটুডে২৪ কে বলেন, দামের দিক থেকে টিসিবির পণ্য সাধ্যের মধ্যে থাকায় ক্রেতার চাহিদা বেড়েছে। তাই এখন থেকে ২০ টি ট্রাকের পরিবর্তে ২২ টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। তাছাড়া ট্রাক প্রতি বরাদ্দও বাড়ানো হয়েছে। বুধবার থেকে ২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হবে।
হঠাৎ চাহিদা বাড়ার সর্ম্পকে তিনি বলেন, চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলের দাম বাজারে বেশ চড়া। এখন চিনি কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। টিসিবির ট্রাক থেকে কিনলে সাশ্রয় হচ্ছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। মাঝারি দানার মসুর ডাল কিনলে সাশ্রয় কেজিতে ২৫ থেকে ৩০ টাকা। বাজারে এ ডাল কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকা, টিসিবি বিক্রি করছে ৫৫ টাকা দরে। এক লিটার সয়াবিন তেলেও ৩০ থেকে ৫০ টাকা সাশ্রয় হচ্ছে। টিসিবির তেলের লিটার ৯০ টাকা, আর বাজারে ১৪০ টাকার বেশি।
শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলছে এই কার্যক্রম। প্রতিদিন সকাল ১০টা থেকে এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়।
জনসমাগমের বিষয় তিনি বলেন, মানুষ যাতে সমাগম করে পণ্য সংগ্রহ না করে সে জন্য তিন ফুট দূরত্বে বৃত্ত করে দেওয়া হচ্ছে। এতে স্থানীয় প্রশাসন সহায়তা করছে। পরিবেশকদের বলে দেওয়া হয়েছে যে, তারা যেন ক্রেতাদের লাইনে দূরত্ব বজায় রাখা নিশ্চিত করে।
(১৮ মার্চ) বৃহস্পতিবার দুপুরে টিসিবি পণ্য বিক্রি শুরু করে। বর্তমানে নগরের, ২ নম্বর গেট, স্টিলমিল বাজার, চান্দগাঁও, কাঠঘর, ইপিজেড থানার সামনে, বন্দর থানার সামনে, আগ্রবাদের হোটেল সাংগ্রিলার সামনে, চট্টগ্রাম আদালতের সামনে, জামালখান, আলকরণ, নিউমার্কেট মোড়, বিবিরহাট, মুরাদপুর, উত্তর কাট্টলি, হালিশহরে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
জানা য়ায , সামনের ১৪ এপ্রিল পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে। রমজান উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও টিসিবি পণ্য বিক্রি শুরু করবে। চলবে ৬ মে পর্যন্ত। রমজানে ছোলা এবং খেজুর যোগ করা হবে। রমজান উপলক্ষ্যে টিসিবি অস্ট্রেলিয়া থেকে পর্যাপ্ত ছোলা আমদানি করেছে। তিন দফায় ১০৫ কনটেইনারে আড়াই হাজার টন ছোলা এসেছে চট্টগ্রাম বন্দরে। বন্দর থেকে খালাস করে এসব ছোলা দেশের বিভিন্ন স্থানে টিসিবির গুদামে পাঠানো হচ্ছে। এপ্রিলে টিসিবির ট্রাকে ক্রেতারা ছোলা পাবেন।