বিজনেসটুডে২৪ ডেস্ক:
টুইটার সব দেশের জন্য চালু করেছে নতুন ফিচার টুইটার ফ্লিটস। এর পাশাপাশি ভয়েস কনভারসেশনের রুমের জন্য ‘স্পেসেস’ নামে আরেকটি ফিচার ডেভেলপের কথাও জানিয়েছে তারা।
ব্লগপোস্টে টুইটার জানিয়েছে, এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি করে কথোপকথনে অংশ নিতে পারবেন।
স্ন্যাপচ্যাট বা অন্য অ্যাপে স্টোরি আপলোডের মতো এখন টুইটারে আলাদা ট্যাবের সাহায্যে ছবি, লেখা বা ভিডিও পোস্ট করা যাবে। যা একদিন অর্থাৎ ২৪ ঘণ্টা পর অটোমেটিক অদৃশ্য হবে। এই বিশেষ ফিচারটি নাম Twitter Fleets।
ইতিমধ্যে স্পেসেস ভয়েস চ্যাটরুম নিয়ে কাজ শুরু করেছে টুইটার। এ বিষয়ে টুইটারের প্রোডাক্ট ডিজাইনার মায়া পেটারসন জানিয়েছেন, এই ফিচার ডেভেলপ করার পেছনে একটি আলাদা উদ্দেশ্য রয়েছে। ফিচারটির সাহায্যে পাবলিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যেও ব্যক্তিগত কথোপকথনের জন্য একটি নিরাপদ জায়গা বা সেফ স্পেস তৈরি করা যাবে।
মূলত ‘মোমেন্টারি থটস’ শেয়ারিংয়ের ফিচার এটি। এতে অনেকটা বেশি স্বচ্ছন্দ অনুভব করবেন ব্যবহারকারীরা। বিশেষ করে টুইটারে যারা নতুন, তারা এই টুইটার ফ্লিটস থেকে বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন।
টুইটার ফ্লিট আপলোড করতে হলে ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে অ্যাপের উপরের বা দিকের কোণে ‘+’ সাইনটি খুঁজে বের করতে হবে। তার পর টেক্সট, ফটো, জিফ আপলোড করা যাবে।