Home Second Lead টেকনাফে এককেজি আইস উদ্ধার

টেকনাফে এককেজি আইস উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবজাার: টেকনাফ ব্যাটালিয়ান বিজিজি’র অভিযানে এক কেজি আইস উদ্ধার হয়েছে। এই মাদকের দাম হবে ৫ কোটি ১৮ লাখ টাকা। তবে, চোরাকারবারিদের শনাক্ত করা সম্ভব হয়নি।

টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র বিশেষ টহলদল জেলে পাড়া স্লুইচ গেইট এলাকা বরাবর নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধে নিয়মিত টহল কার্যক্রমে ছিল। শনিবার রাত আনুমানিক ১২ টা ৪৫ মিনিটে সন্দেহভাজন ২ জন চোরাকারবারীকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের ভেতরে বেড়িবাঁধ অতিক্রম করতে দেখে। চোরাকারবারীদের দেখা মাত্রই টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে খুব দ্রুত সামনের দিকে অগ্রসর হয়। কিন্তু চোরাকারবারীরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে নাফ নদীতে ঝাঁপ দিয়ে রাতের গভীর ঘন কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত সাঁতরিয়ে পার্শ্ববর্তী মিয়ানমার সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

তিনি বলেন, পরবর্তীতে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে পাচারকারীদের ফেলে যাওয়া ১টি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগটি তল্লাশী করে ব্যাগের ভিতর থেকে ৫ কোটি ১৮ লক্ষ টাকা মূল্যমানের ১.০৩৬ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।

চোরাকারবারীদের আটকের জন্য ওই এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে পরবর্তী কয়েকঘণ্টা অভিযান পরিচালনা করে। তবে পাচারকারী কিংবা তাদের কোন সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।